সিরিয়ায় বাশার সকাশে জাতিসংঘের দূত

সোমবার জাতিসংঘের বিশেষ শান্তি দূত সিরিয়ার রাজধানী দামেস্ক পৌঁছেছেন। বলা হচ্ছে, দেশটির সংঘাতসংকুল এলাকা আলেপ্পোতে সম্প্রতি সংঘাত বৃদ্ধি পেয়েছে। ‘বাশারবিরোধীদের’ আক্রমণে গতসপ্তাহে সর্বশেষ ৩০০ সৈন্য মারা গেছে।

সরকারবিরোধীদের আক্রমণে সেনাসদস্য নিহতের ঘটনাকে বাশারের আক্রমণের ধারাবাহিকতা হিসেবে মনে করা হচ্ছে। বাশার আল আসাদ বিদ্রোহী অধ্যূষিত অঞ্চলগুলোয় নির্বিচারে ব্যারেল বোমা, অ্যারিয়েল বোমা নিক্ষেপ করার নির্দেশ দেন। এতে নারী ও শিশুসহ অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হন। একইরকমভাবে আইএসসহ বাশারবিরোধী আল নুসরা ফ্রন্ট, ফ্রি সিরিয়ান আর্মির আক্রমণেও একইরকম সহিংসতার শিকার হন বেসামরিক নাগরিকেরা। জাতিসংঘের দূত স্তাফান দ্য মিস্তুরা গত বছরের জুলাই মাস থেকে এ নিয়ে চারবার সিরিয়া সফর করেছেন। রাষ্ট্রপতি বাশার আল আসাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করার জন্যে তিনি এসেছেন। প্রতিশ্রুতির বিষয়বস্তু, তিনি যেন আগামী ছয় সপ্তাহ আলেপ্পোতে কোনো বোমাহামলা না করেন।

বাশার আল আসাদ তাকে উষ্ণ অভ্যর্থনায় গ্রহণ করেছেন। কিন্তু তিনি এমন কোনো কথা স্তাফান দ্য মিস্তুরাকে এখনও দেননি তিনি।



মন্তব্য চালু নেই