সিরিয়ায় আরও তিন গণকবরের সন্ধান

সিঞ্জর শহর আইএস এর কাছ থেকে পুনরুদ্ধারের পর আরো তিনটি গণকবরের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে সিরিয়ান কর্তৃপক্ষ। সম্প্রতি মার্কিন বিমান হামলার সহায়তায় এই স্থানটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় কুর্দিশ ওয়ার্কাস পার্টি।

স্থানীয় কর্মকর্তারা জানান, গণকবরে আবিস্কৃত মরদেহের সংখ্যা ২০০ থেকে ৩০০টি। এদের পরিচয় জানতে কয়েকমাস সময় লাগবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে অভিযোগ উঠেছে, তাদেরকে এ ব্যাপারে স্থানীয় কুর্দি সরকার পর্যাপ্ত সহায়তা করছেনা। এলাকাবাসীর দাবি, দ্রুত নিহতদের পরিচয় নির্ধারণ করা হোক এবং শহরটিকে পুননির্মাণ করা হোক।

সিঞ্জরের নিরপত্তা বাহিনীর প্রধান কাসিম সিমো বলেন, গণকবর থেকে ৮০ থেকে ১০০টি মরদেহ উদ্ধার করা হয়ে থাকতে পারে। তবে প্রকৃত সংখ্যা ও পরিচয় জানতে কয়েক মাস সময় লাগবে বলে জানায় বিশেষজ্ঞরা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, কবর থেকে মরদেহ উদ্ধারের জন্য অনেক সামগ্রী ব্যবহার করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, আরো কিছু গণকবরের সন্ধান পাওয়া যেতে পারে শহরটিতে। দুই সপ্তাহ আগে আইএস কে সরিয়ে দেওয়ার পর প্রথম গণকবরের সন্ধান পাওয়া যায়। সেই কবরটিতে ৭৮ জন বৃদ্ধার মরদেহ পাওয়া যায়।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট



মন্তব্য চালু নেই