সিরিয়ার শান্তি আলোচনা স্থগিত

সিরিয়ায় গত পাঁচ বছর ধরে চলা সংঘাত অবসানে সুইজারল্যান্ডের জেনেভায় চলমান শান্তি আলোচনা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়ে করা হয়েছে। আলোচনার আয়োজক জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্তেফান ডি মিস্তুরা বুধবার এ ঘোষণা দেন।

আলোচনা স্থগিতের জন্য সিরিয়ার বিবাদমান পক্ষগুলো একে অপরকে দোষারোপ করেছে।

তবে আলোচনা এখনো ব্যর্থ হয়নি দাবি করে স্তেফান বলেন, ২৫ ফেব্রুয়ারি নতুন করে আলোচনা শুরু হবে।

তিনি বলেন, ‘এখনো অনেক কিছু করার আছে। এটাই শেষ নয় এবং এই আলোচনা ব্যর্থ হয়নি। তারা এসেছিল এবং অবস্থান করেছিল। উভয় পক্ষই যে বিষয়গুলোতে আগ্রহী , সেগুলি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে শুরুর বিষয়ে জোর দিয়েছে। এ সপ্তাহে আমাদের কিছু প্রাথমিক কথাবার্তা হয়েছে ।’

এদিকে, আলোচনায় ব্যর্থতার জন্য সিরিয়ার সরকারি পক্ষ ও বিরোধী পক্ষ একে অপরকে দোষারোপ করেছে। সিরিয়ার সরকারি প্রতিনিধি দলের প্রধান বাশার জাফারি বলেছেন, বিরোধীরা আলোচনাকে ব্যর্থ করতে সৌদি আরব, কাতার ও তুর্কির নির্দেশে কাজ করছে।

অপরদিকে আলোচনায় বসতে সিরিয়ার বিরোধীদের জোট হাই নিগোসিয়েশনস কমিটি (এইচএনসি) জানিয়েছে, আলোচনার মূল বিষয়ের উন্নতি না হলে তারা আর আলোচনার টেবিলে ফিরবে না। এইচএনসির প্রধান সমন্বয়ক রিয়াদ হিজাব বলেছেন,‘ পুরো বিশ্ব দেখেছে কে আলোচনাকে ব্যর্থতায় পর্যবসিত করেছে। কারা বেসামরিক লোকদের ওপর বোমা নিক্ষেপ করছে, কারা অনাহারে লোকদের মারছে।’



মন্তব্য চালু নেই