সিরিয়ার বিদ্রোহীদের জন্য বিমান থেকে অস্ত্র সহায়তা যুক্তরাষ্ট্রের

সিরিয়াতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস)বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের বিমান থেকে অস্ত্র ফেলে সহায়তা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। প্রায় ৫০ টনের মতো অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হয়েছে বলে জানায় পেন্টাগন।

পেন্টাগনের কর্মকর্তারা জানান, বেশ কয়েকটি মার্কিন সি-সেভেন্টিন বিমান এই অস্ত্র ফেলার কাজে অংশ নিয়েছে। মূলত সিরিয়ার হাসাকা প্রদেশে গালকা অস্ত্র, গুলি এবং হ্যান্ড গ্রেনেডগুলো ফেলা হয়েছে।

এর আগে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দেয়ার প্রায় ৫শ’ মিলিয়ন ডলারের একটি ব্যয়বহুল প্রকল্প বাতিল করে যুক্তরাষ্ট্র।

পেন্টাগন জানায়, বিমানের মাধ্যমে ফেলা অস্ত্রগুলো সফল ভাবে সংগ্রহ করেছে বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। তবে কাদের এই অস্ত্র দেয়া হলও তা অবশ্য গোপন রাখা হয়েছে।

বিদ্রোহীদের প্রশিক্ষণ না দিয়ে আপাতত ছোট অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় সাময়িকভাবে ছোট গোষ্ঠীরা লাভবান হবে। তবে ট্যাংক বা ক্ষেপনাস্ত্রের মতো ভারি অস্ত্র ছাড়া যুদ্ধের ময়দানে বড় কোনও প্রভাব পড়বে না।



মন্তব্য চালু নেই