সিরাজগঞ্জে বাস-অটো মুখোমুখি, নিহত ৩

সিরাজগঞ্জ সদরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো দু’জন। উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বারাকান্দি এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কামারখন্দ উপজেলার চৌবাড়ী পশ্চিমপাড়া গ্রামের হবি হাজির দুই ছেলে আব্দুস সোবাহান (৩৫) ও বেলাল হোসেন (৩২) এবং একই গ্রামের মাহাম প্রামানিকের ছেলে আল-আমিন (৩০)।

এ সময় হবি হাজি ও তার অপর ছেলে হেলাল উদ্দিন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, কামারখন্দের বলরামপুর থেকে একটি অটোরিকশায় করে পাঁচজন যাত্রী সিরাজগঞ্জে যাচ্ছিলেন। পথে বারাকান্দি এলাকায় পৌঁছলে সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী আমিন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আল-আমিন (৩০) মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আব্দুস সোবাহান (৩৫) ও বেলাল হোসেন (৩২) মারা যান।



মন্তব্য চালু নেই