সিরাজগঞ্জে পেট্রোল বোমা হামলায় নিহত ১ : আহত ৪

ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতীতে অবরোধকারীদের পেট্রোল বোমা হামলায় এক সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত ও ৪জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতীতে এ ঘটনা ঘটে।

নিহত গনেশ দাস (৪৫) সিরাজগঞ্জ শহরের বানিয়াপট্টি এলাকার কুঞ্জু লালের ছেলে ও আহতেরা হলোঃ সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার আখতার হোসেনের ছেলে আলহাজ (৩৫), পৌর এলাকার সিরাজী সড়কের শম্ভুনাথের ছেলে সুবির শম্ভু (৪৮), বারাকান্দি গ্রামের হেমায়েত হোসেনের ছেলে সায়েম (৪০), খোকশাবাড়ী ইউনিয়নের আবুল হোসেনের ছেলে আবু সাঈদ (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ থেকে যাত্রীবাহি একটি সিএনজি সিরাজগঞ্জ শহরে আসছিল। সিএনজিটি রামগাঁতী এলাকায় পৌছলে অবরোধকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় সিএনজিতে থাকা চালকসহ ৫ যাত্রী অগ্নিদগ্ধ হয়।

স্থানীয় তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর গনেশ দাস মারা যায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই