সিম নিবন্ধনে শেষ মুহূর্তে উপচেপড়া ভিড়

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃ নিবন্ধনের সময় শেষ হয়ে আসায় কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সরকারি ঘোষণা অনযায়ী আগামীকালই শেষ হচ্ছে সিম পুনঃ নিবন্ধনের সময়সীমা। এজন্য হাতে সময় থাকতেই নিজের সিমটি সচল রাখতে নিবন্ধন কেন্দ্রগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন গ্রাহকেরা। এতে সার্ভার জ্যাম হয়ে কিছুটা সমস্যা দেখা দেয়। শুক্রবার সকালে কিছু সময়ের জন্য সিম পুনঃ নিবন্ধন প্রক্রিয়া বন্ধ থাকলেও তা আবার স্বাভাবিক হয়েছে।

মোবাইল ফোন অপারেটগুলো জানিয়েছে, অতিরিক্ত চাপে সার্ভার হ্যাং হয়ে যাওয়ায় কিছু সময়েল জন্য সিম পুনঃ নিবন্ধন প্রক্রিয়া বন্ধ থাকে।

সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করতে হবে। ইতোমধ্যে প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন এই সময় আর বাড়ানো হবে না। তবে এখনো কয়েক কোটি গ্রাহক তাদের সিম নিবন্ধন করতে পারেননি। মোবাইল অপারেটরগুলো এই সময় বাড়ানোর দাবি জানিয়েছে। শেষ মুহূর্তে সময় আরও বাড়ানো হতে পারে বলে আভাস পাওয়া গেছে।



মন্তব্য চালু নেই