সিনেমাকেও হার মানায় : কুমিরের মুখ নিয়ে জন্ম নিল মহিষ!

বাস্তব নাকি সিনেমাকেও হার মানায়। তাই তো ভিনসেনজো নাটালির সাই-ফাই সিনেমা স্প্লাইসের মতো অদ্ভূত এক সংকর প্রাণীর দেখা মিলল থাইল্যান্ডের একটি প্রত্যন্ত গ্রামে।

স্প্লাইস সিনেমাটিতে জেনেটিক প্রকৌশলী এক দম্পতি মানুষ আর প্রাণীর ডিএনএ যোগ করে সৃষ্টি করেন নতুন এক জীব। সিনেমার মতোই কুমিরমুখো এক মহিষের জন্ম হয়েছে থ্যাইল্যান্ডের ওয়ানহিং গ্রামে।

মাথা কুমিরের মতো। শরীরের চামড়াও কুমিরের মতোই খসখসে। তবে প্রাণীটির শরীর, পা, পায়ের খুর ও লেজ মহিষের মতো।

Weird-animal1

স্থানীয় ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামের জলাভূমিতে পাওয়া প্রাণীটি মহিষের গর্ভে জন্ম নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে প্রাণীটি জন্মের পরপরই মারা যায় বলে ওই ওয়েবসাইট জানিয়েছে।

প্রাণীটির এই অদ্ভুত অবয়বের ব্যাখ্যা না মিললেও এটা গ্রামের জন্য সৌভাগ্যই বয়ে এনেছে বলে ওই ওয়েবসাইটে বলা হয়েছে। সূত্র : ডেইলি মিরর



মন্তব্য চালু নেই