সিটি নির্বাচনে আ.লীগ বিপুল ভোটে জিতবে

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয় লাভ করবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি করেন হাছান মাহমুদ।

নির্বাচনের সময় বিএনপি পাকিস্তানি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছিল অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, ‘যে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি সেই সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাছ থেকে যে দল মাসোহারা গ্রহণ করে তারা কি দেশের সার্বভৌম ও স্বাধীনতায় বিশ্বাস করে?’

প্রায় তিন মাস ধরে চলা আসা বিএনপি জোটের অবরোধে কেউই সাড়া দেয়নি দাবি করে তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) যে তিন মাস ধরে হরতাল ডাকছেন, তা সকালে না বিকেলে, রাতে না দিনে তা দেশের মানুষ জানে না। কখন হরতাল ডাকেন আর কখন তা পালিত হয় তা আর কেউই জানে না। হরতাল একটি প্রতিবাদের ভাষা হলেও তিনি যেভাবে হরতাল ডেকে অপমান করেছেন তাতে হরতাল এখন হাস্যকর কৌতুকে পরিণত হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘হরতাল ও অবরোধ ডেকে বেগম খালেদা জিয়া হয়ত বা লজ্জা পেয়েছেন। তার জন্য তিনি ঘর থেকে বের হচ্ছেন না। আমি বলবো, লজ্জা পাওয়ার কিছুই নাই । ঘরের জানালা খুলুন, দরজাটা খুলুন, ঘরের বাইরে আসুন। আপনার চেহারাটা কোন রূপ ধারণ করেছে জনগণ তা দেখতে চায়।’

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বিএনপি নেতাদের আচরণবিধি ভালোভাবে পড়ান পরামর্শ দেন। তিনি বলেন, ‘আচরণ বিধিতে মন্ত্রীদের ব্যাপারে বারণ থাকলেও সংসদ সদস্যদের ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। আর আমরা কোনো আচরণ বিধি লঙ্ঘন করিনি। বিএনপির নেতারা আচরণ বিধির বিষয়টি না জেনেই এমন অভিযোগ রেখেছেন।’

আয়োজক সংগঠনের সভাপতি খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ সহ-সম্পাদক এম এ করিম, নৌকা সমর্থক গোষ্ঠীর নেতা হুমায়ুন কবির মিজি ও মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।



মন্তব্য চালু নেই