সাড়ে ৫ লাখ বছর আগের মানুষের দাঁতের সন্ধান!

ফরাসী প্রত্নতত্ত্ববিদদের একটি গ্রুপ মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে পূর্ণ বয়স্ক মানুষের একটি দাঁত পেয়েছে।
ধারণা করা হচ্ছে, দাঁতটি আনুমানিক ৫ লাখ ৬০ হাজার বছরের পুরনো।

গবেষকরা একে বড় ধরনের আবিষ্কার বলে বর্ণনা করেছেন।

ফসিলতত্ত্ববিদ এমিলি ভায়ালেট বলেছেন, মাটি খননের সময় পূর্ণ বয়স্ক মানুষের দাঁতটি পাওয়া গেছে। তবে দাঁতটি নারী না পুরুষের তা জানা যায়নি।

তিনি বলেন, সময় নির্ধারণের বিভিন্ন উপায় ব্যবহার করে জানতে পেরেছি, এটি আনুমানিক ৫ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ ৮০ হাজার বছরের পুরনো দাঁত।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা এ আবিষ্কারকে বড় ধরনের আবিষ্কার বলে বর্ণনা করেছেন।



মন্তব্য চালু নেই