সাসেক্সে খেলতে গিয়ে পুরনো ব্যথার স্থানে ফের চোট পেয়েছেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমানকে নিয়ে বিসিবির একটাই বড় ভয় ছিলো। আর সেটা হলো ইনজুরি। ইনজুরি শঙ্কায় তাকে বিদেশি লিগে খেলতে দিতে চায়নি বিসিবি। ভারতে খেলতে গিয়েও আহত হয়ে দেশে ফেরেন তিনি।

এই শঙ্কায় পাকিস্তান সুপার লিগে মোস্তাফিজকে খেলতে যাওয়ার অনুমতি দেয়নি বিসিবি। অনেক কিছুর পরে কাউন্টির টি-টোয়েন্টি ও ওয়ানডে লিগে খেলতে উড়াল দেন মুস্তাফিজ। এখানে গিয়ে ইনজুরিতে পড়েই এবার খবরে মোস্তাফিজ।

চলতি বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালে কাঁধে চোট পান তিনি। পরে সিরিজের শেষ দুটি ম্যাচে খেলতে নামতে পারেননি তিনি। যাওয়া হয়নি পিএসএল খেলতে। সেই পুরনো যায়গায় চোট পেয়েছেন মুস্তাফিজুর রহমান।

আজ রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টা রয়্যাল লন্ডন কাপে ওয়ানডে ম্যাচে অভিষেক হওয়ার কথা ছিলো তার। কিন্ত এখন, চিকিৎসকদের রিপোর্ট না পাওয়ার আগে মোস্তাফিজের মাঠে নামার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয় বলে জানা গেছে। সে হিসেবে দলের খুব প্রয়োজন থাকলেও মুস্তাফিজের মাঠে নামা নিয়ে শঙ্কা।



মন্তব্য চালু নেই