সালাউদ্দিন কাদেরের ফাঁসি বহাল চেয়েছে রাষ্ট্রপক্ষ

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল মামলায় যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। তারা সাকা চৌধুরীর সর্বোচ্চ সাজা বহাল রাখার আরজি জানিয়েছে। আগামী রোববার থেকে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করবে।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার ছিল রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের প্রথম দিন।

আজকের শুনানিতে মাহবুবে আলম বলেন, “ট্রাইব্যুনালে সাকা চৌধুরী চারটি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন। আরও তিনটি অভিযোগে তাকে ২০ বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হলেও সেগুলো মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ।”

শুনানিতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান। আগামী রোববার থেকে যুক্তি উপস্থাপন শুরু করবে আসামিপক্ষ।

২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।



মন্তব্য চালু নেই