সালমান শাহ হত্যার তদন্তে র‌্যাবকে আদালতের নির্দেশ

চিত্রনায়ক সালমান শাহ ‘হত্যা মামলায়’ বাদীর নারাজি গ্রহণ করে র‌্যাবকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন নারাজির বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন। আগামী ১২ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।

এর আগে ‘হত্যা মামলায়’ হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করেন তার মা নীলা চৌধুরী।

সোমবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসের আদালতে এই নারাজি দাখিল করা হয়। বাদীপক্ষে নারাজি দাখিল করেন অ্যাডভোকেট মাহফুজ মিয়া। পরে আদালতে নারাজি বিষয়ে শুনানি করা হয়।

আদালতে নারাজি দাখিলের বিষয়টি নিশ্চিত করেন প্রয়াত সালমান শাহের মা নীলা চৌধুরী। এ মামলাটি প্রসঙ্গে গত বছরের ২১ ডিসেম্বর সালমান শাহের মা নীলা চৌধুরী বলেছিলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করেনি।

আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। অজ্ঞাতকারণে প্রকৃত সত্য আড়ালে থেকে যাচ্ছে। জুডিশিয়াল তদন্ত আমরা বিশ্বাস করি না। নারাজি দাখিল করবো।’



মন্তব্য চালু নেই