সালমানের গাড়িচাপা মামলায় আপিলের রায় আজ

ভারতীয় অভিনেতা সালমান খানের ভাগ্যে কি লেখা আছে- পাঁচ বছরের কারাদণ্ড না বেকসুর খালাস, বিষয়টি নিশ্চিত হবে আজ।

২৭ ডিসেম্বর এই বিখ্যাত বলিউড অভিনেতার ৫০তম জন্মদিনের আগেই উচ্চ আদালতে তার আপিলের শুনানি হবে। ২০০২ সালে গাড়ি চাপা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর চলতি বছরের জুলাই মাসে সালমানকে ৫ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের এক নিম্ন আদালত।

সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আপাতত জামিনে মুক্তি আছেন এই বলিউড তারকা। সম্প্রতি তার জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হলেও হাইকোর্টের কাজে নাক না গলানোর কথা বলে আপিল গ্রহণ করা হয়নি।

২০০২ সালের ১৮ সেপ্টেম্বর মধ্যরাতে মুম্বাইয়ের জুহু এলাকার এক পাঁচ তারকা হোটেল থেকে ফেরার সময় বান্দ্রা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সালমানের গাড়ি। সেই গাড়ির নিচে চাপা পড়ে মারা যান ফুটপাতে ঘুমন্ত এক ব্যক্তি। এ ছাড়া আহত হন তিন জন।

সালমানের বিরুদ্ধে মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগ এনে দুর্ঘটনাজনিত হত্যার মামলা করা হয়। প্রায় এক দশক ধরে চলা এই মামলায় এ বছরই দোষী সাব্যস্ত হন সালমান।



মন্তব্য চালু নেই