সার্কাসের হাতির পায়ে পিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার তিন গ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোল্লাহাট উপজেলার বাসাবাটি গ্রামের মিজানুর রহমান, কাহালপুর গ্রামের জতিন্দ্র নাথ বিশ্বাসের স্ত্রী কুসুম বিশ্বাস (৬১) ও বাগেরহাট সদও উপজেলার যাত্রপুর এলাকারইয়ার আলীর স্ত্রী মনোয়ারা বেগম।

স্থানীয়রা জানান, পার্শবর্তী গোপালগঞ্জ জেলার গোনাপাড়া এলাকায় এই হাতি নিয়ে দুই ব্যক্তি এলাকায় প্রদর্শন ও টাকা আদায় করতো। সকালে হাতিটি ক্ষিপ্ত হয়ে নদী পার হয়ে বাগেরহাটের মোল্লাহাটে প্রবেশ করে। এ সময় হাতি যাকে সামনে পেয়েছে তাকেই পদদলিত ও শুঁড় দিয়ে ধরে গাছের সঙ্গে আঘাত করে।

পরে আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যায় এবং বাকী দুইজন ঘটনাস্থলেই মারা যায়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ন ম খায়রুল আনাম জানান, একটি সার্কাস দলের হাতি ক্ষিপ্ত হয়ে পার্শবর্তী জেলা গোপালগঞ্জ থেকে নদী পার হয়ে বাগেরহাটের মোল্লাহাটের বিভিন্ন গ্রামে প্রবেশ করে। এই সময়ে পদদলিত হয়ে ৩ জন নিহত হন। ওই হাতিটি বর্তমানে কাহালপুর এলাকার একটি বাগানে রয়েছে। হাতিটি বাগেরহাট শহরের কালাম মোল্লার বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই