সারিয়াকান্দি (বগুড়া) খবর (৬/৯/১৪)

## সারিয়াকান্দিতে রোমিওদের মোটসাইকেল থেকে ২৫’শ টাকা জড়িমানা আদায়:
বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোমিও সহ অবৈধ মোটরসাইকেল চালকদের কাছ থেকে ২৫’শ টাকা জড়িমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানায়, সারিয়াকান্দি উপজেলার ১২ ইউনিয়নের সর্বত্র বন্যা ও নদী ভাঙ্গন দেখা দিয়েছে। অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার অভাবে এসব মানুষেরা যখন ওষ্টাগত ঠিক তখনই বিভিন্ন স্থান থেকে যুবক-যুবতীরা মোটরসাইকেলে চেপে আনন্দ-ফূর্তিতে মেতে উঠেছেন এবং রোমিওরা নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা দেখার নামে এসে তারা বিভিন্ন রকমের সামাজিক দৃষ্টিকটু কর্মকান্ডে লিপ্ত হচ্ছেন। এদের আইনের আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রত্যয় হাসান শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। কালিতলা গ্রোয়েন বাঁধ, দীর্ঘকান্দি হার্টপয়েন্ট এ কোর্ট বসানো হয় এবং রোমিও সহ ১১জন অবৈধ মোটরসাইকেল চালকদের নিকট থেকে ২৫’শ টাকা জড়িমানা আদায় করেন।

## সারিয়াকান্দিতে বগুড়া ড্রাগিষ্টস্ সমিতির ত্রাণ বিতরণ:
বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি বগুড়া জেলা শাখার উদ্যোগে গত শুক্রবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারী, কুতুবপুর, রৌহাদহ, শেখপাড়া ও কড়িতলা গ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বগুড়া জেলা শাখার সভাপতি রফি নেওয়াজ খান রবিন প্রধান অতিথি থেকে ত্রাণগুলো বিতরণ করেন। এসময় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজার রহামন মোস্তাক, সহসভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, আতোয়ার রহমান, বাদল চন্দ্র কুন্ডু, মোস্তাফিজার রহমান ফারুক, সমিতির দপ্তর সম্পাদক আতিকুর রহমান সোহেল, সহধর্মীয় সম্পাদক সুজিত কুমার দাস সিবু, এছাড়াও সারিয়াকান্দি ড্রাগিষ্টস্ সমিতির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই