সারিয়াকান্দির পৌর এলাকায় ফুটপাত দখল বিপাকে সাধারণ পথচারীরা

জয় দাস, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ যাতায়াতের দ্রুত ও অন্যতম উপায় হলো যানজট মুক্ত রাস্তাঘাট। সেই রাস্তাই যদি দখলে থাকে স্থানীয় কিছু ফুটপাত ব্যবসায়ীদের। তেমনি বগুড়া সারিয়াকান্দি পৌর এলাকায় রাস্তা সরু এবং ফুটপাত দোকানদারদের দখলে চলে যাওয়ায় বিপাকে পড়ছেন সাধারণ পথচারী ও শিক্ষার্থীরা। যথাযথ রক্ষনাবেক্ষন না থাকায় ফুটপাত দখল করে গড়ে উঠেছে স্থায়ী এবং অস্থায়ী বিভিন্ন দোকানপাট। এই কারণে সাধারণ জনগণ বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছে। যার ফলে মাঝে মধ্যেই ছোট খাট দূর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। সাপ্তাহিক হাটের দিনে বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ জনগণ ভিড় জমায় এই পৌর বাজারটিতে। দ্বিতীয় কোন বাইপাস সড়ক না থাকায় একই রাস্তা দিয়ে চলাচল করছে ভারী ও মাঝারী সহ সব ধরনের যানবাহন। যার কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। পৌর এলাকায় বড় ধরনের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এক যোগে ছুটি দিলে সাধারণ পথচারী ও যানবাহন কোনটাই স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে না। বিভিন্ন সময় ঘটে যাওয়া দূর্ঘটনা শিকার পথচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, আমরা যানজটের কারণে বিদ্যালয়ে সময়মত পৌছাতে পারিনা। ভূক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে খুব শীঘ্রই ফুটপাত দখল মুক্ত করা এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানান। এ ব্যাপারে সারিয়াকান্দি পৌর মেয়র আলমগীর শাহী সুমন জানান, খুব শিঘ্রই পৌরসভার সকল রাস্তা যানজট মুক্ত করা হবে। বিষয়টি নিয়ে দ্রুত সমাধানের জন্য উর্দ্ধতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই সমস্যাটি দীর্ঘ দিনের এবং অবিলম্বে যানজট মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য চালু নেই