সারা দেশে ফের ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটের দিকে আবারও ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। এ সময় পুকুরের পানিতে ঢেউ খেলে যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের হিতুরা অঞ্চলে। রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রায়।

এদিকে, ভারতের পাটনা, বিহার, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

এর আগে, শনিবার দুপুরে সারাদেশে দুই দফায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী ওই ভূমিকম্পের সময় আতঙ্কে মানুষ বাড়িঘর, অফিস-আদালত, স্কুল-কলেজ ছেড়ে রাস্তায় নেমে আসেন। রিখটার স্কেলে ৭.৯ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের বারপাক অঞ্চলে।

রবিবার দুপুরে ফের ভূকম্পন অনুভূত হয়।

রবিবার দুপুর ১টা ১১ মিনিটে ফের ভূকম্পন অনুভূত হয়।প্রায় ৩০ সেকেন্ড ব্যাপ্তির এ ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাসাবাড়ি, অফিস আদালত ছেড়ে রাস্তায় নেমে আসে।

দুদিনের ভূমিকম্পে বাংলাদেশে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হন কয়েকশ।



মন্তব্য চালু নেই