সারা দেশে গডফাদার সৃষ্টি হয়েছে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সারা দেশে গডফাদার সৃষ্টি হয়েছে। ওরা যা খুশি করতে পারে। কিন্তু তাদের কিছুই হয় না। এ কারণে আরো গডফাদার সৃষ্টি হচ্ছে।’

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘রংপুর পুলিশ সুপারের (এসপি) অফিসে একটি টেন্ডার হয়েছিল। এসপি অফিস থেকে ছাত্রলীগ টেন্ডার বাক্স ছিনতাইয়ের প্রস্তুতি নেয়। তারা এত সাহস কোথায় পায়? কারণ তারা জানে, তাদের কিছুই হবে না।’

তিনি বলেন, ‘নূর হোসেনের বাসস্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এটা কি পুলিশের অজান্তে এসেছে! পুলিশ সব জানত, কিন্তু তাকে ছোঁয়ার ক্ষমতা নেই পুলিশের। পত্রিকায় এসেছে, একজন পুলিশ সুপারও নাকি (এসপি) ইয়াবা-সম্রাট নামে পরিচিত।’

এরশাদ বলেন, ‘আমি এর আগে একদিন বক্তব্য রেখেছিলাম, জিয়া যেদিন খুন হন তার পাশের রুমে বিএনপির এক নেতা ছিলেন। আমি কারো নাম উল্লেখ করিনি। কিন্তু বদরুদ্দোজা চৌধুরী কেন প্রতিক্রিয়া দেখালেন, আমি বুঝতে পারি না।’

মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে জিপিএ-৫ বেড়েছে দেখানো হচ্ছে। শিক্ষার পরিধি বাড়লেও সত্যিকার অর্থে শিক্ষার বিস্তার হয়নি। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরাও শুদ্ধভাবে বাংলা-ইংরেজি লিখতে পারে না। তারা ইয়াবাতে আসক্ত হয়ে পড়ছে। তারা কাউকে শ্রদ্ধা করে না। বাবা-মাকে পর্যন্ত খুন করছে। সরকারের দায়িত্ব এগুলো দেখার। কিন্তু সরকার দেখছে না।’

অপরাধীদের ফাঁসি দিয়ে অপরাধ বন্ধ করে জনগণকে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জাসদ ছাত্রলীগের (রব) সভাপতি-সম্পাদকসহ অর্ধশতাধিক নেতা-কর্মী এ সময় জাতীয় ছাত্রসমাজে য়োগদান করেন। জাতীয় ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসানের সভাপতিত্বে এ যোগদান সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া, জাতীয় পার্টির ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী প্রমুখ।



মন্তব্য চালু নেই