সাম্প্রতিক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০ নারী ব্যবসায়ী

সম্প্রতি ‘ফরচুন’ ম্যাগাজিন ব্যবসাক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী নারীদের বার্ষিক তালিকা প্রকাশ করেছে। ১৮ বছরে ব্যবসাক্ষেত্রের প্রভাবশালী ৫০ নারীর তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিনটি। তারা জানায়, তালিকায় বিদ্যমান ২৭ জন প্রধান নির্বাহী কর্মকর্তা শেয়ার বাজারের এক লাখ কোটি টাকার প্রতিনিধিত্ব করেন।

সেরা দশ নারী ব্যবসায়ীর তালিকা:

১. ম্যারি বাররা- জেনারেল মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা

২০১৪ সালে কোম্পানীর মোট আয়: ১৫৫,৯২৯ মিলিয়ন মার্কিন ডলার।
২০১৪ সালে কোম্পানীর মোট লাভ: ৩,৯৪৯ মিলিয়ন মার্কিন ডলার

২. ইন্দ্রা নুয়ী- পেপসিকো’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারপার্সন

২০১৪ সালে কোম্পানীর মোট আয়: ৬৬,৬৮৩ মিলিয়ন মার্কিন ডলার
২০১৪ সালে কোম্পানীর মোট লাভ: ৬,৫১৩ মিলিয়ন মার্কিন ডলার

৩. গিন্নি রোমেট্টি- আইবিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট

২০১৪ সালে কোম্পানীর মোট আয়: ৯২, ৯৭৩ মিলিয়ন মার্কিন ডলার
২০১৪ সালে কোম্পানীর মোট লাভ: ১২,০২২ মিলিয়ন মার্কিন ডলার

৪. ম্যারিলিন হিউসন- লকহিড মার্টিনের প্রধান নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট

২০১৪ সালে কোম্পানীর মোট আয়: ৪৫,৬০০ মিলিয়ন মার্কিন ডলার
২০১৪ সালে কোম্পানীর মোট লাভ: ৩,৬১৪ মিলিয়ন মার্কিন ডলার

৫. এলেন কুলম্যান- ডিউপন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান।

২০১৪ সালে কোম্পানীর মোট আয়: ৩৬,০৪৬ মিলিয়ন মার্কিন ডলার
২০১৪ সালে কোম্পানীর মোট লাভ: ৩,৬২৫ মিলিয়ন মার্কিন ডলার

৬. আবিগালি জনসন- ফিডেলিটি ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট

২০১৪ সালে কোম্পানীর মোট আয়: ১৪,৯০০ মিলিয়ন মার্কিন ডলার
২০১৪ সালে কোম্পানীর মোট লাভ: –

৭. মেগ হোয়াইটম্যান- হিউলেট প্যাকার্ড (এইচপি)’র প্রধান নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান ও প্রেসিডেন্ট

২০১৪ সালে কোম্পানীর মোট আয়: ১১১,৪৫৪ মিলিয়ন মার্কিন ডলার
২০১৪ সালে কোম্পানীর মোট লাভ: ৫,০১৩ মিলিয়ন মার্কিন ডলার

৮. শেরিল স্যান্ডবার্গ- ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা

২০১৪ সালে কোম্পানীর মোট আয়: ১২,৪৬৬ মিলিয়ন মার্কিন ডলার
২০১৪ সালে কোম্পানীর মোট লাভ: ২,৯৪০ মিলিয়ন মার্কিন ডলার

৯. ইরিন রোসেনফেল্ড- মন্ডেলেজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান

২০১৪ সালে কোম্পানীর মোট আয়: ৩৪,২৪৪ মিলিয়ন মার্কিন ডলার
২০১৪ সালে কোম্পানীর মোট লাভ: ২,১৮৪ মিলিয়ন মার্কিন ডলার

১০. ফেব নোভাকোভিক- জেনারেল ডাইনামিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান।

২০১৪ সালে কোম্পানীর মোট আয়: ৩০,৮৫২ মিলিয়ন মার্কিন ডলার
২০১৪ সালে কোম্পানীর মোট লাভ: ২,৫৩৩ মিলিয়ন মার্কিন ডলার

দি ইন্ডিপেন্ডেন্ট



মন্তব্য চালু নেই