সাভার থেকে ৭টি ককটেল সাদৃশবস্তুও বারটি জর্দার কৌটা উদ্ধার

টিপু সুলতান (রবিন), সাভার(ঢাকা): সাভারের খাগান এলাকা থেকে সাতটি ককটেল সাদৃশবস্তু ও বারটি জর্দার কৌটা উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

উদ্ধার করা বস্তুগুলো আসলে ককটেল কিনা তা পরীক্ষা করতে খবর দেয়া হয়েছে বোম ডিস্পোসাল ইউনিটকে।
পুলিশ জানায় স্থানীয়দের খবরের ভিত্তিতে রবিবার সকাল এগারটার সময় বিরুলিয়ার খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ।

এসময় ব্যাগটি থেকে লাল টেপে মোড়ানো সাতটি ককটেল সাদৃশ বস্তু ও বারটি জর্দার কৌটা উদ্ধার করে পুলিশ।
জনমনে আতংক ছড়াতে দূর্বৃত্তরা এগুলো সেখানে ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
এসময় বস্তুগুলো খাগান পুলিশ ফাঁড়িতে নিয়ে পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়।

ককটেল সাদৃশবস্তুগুলো আসলে ককটেল কিনা তা জানতে ঢাকার বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানার সহকারি পুলিশ সুপার মাহবুবুর রহমান।



মন্তব্য চালু নেই