সাভারে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত: মহাসড়কে বিক্ষোভ-মিছিল, পুলিশের লাঠিচার্জ আহত ১০

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হওয়ার জের ধরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে  বিক্ষোভ মিছিল করায় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে অন্তত ১০ জন কলেজ ছাত্র।

আজ শুক্রবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড রানা প্লাজার সামনে যাত্রীবাহী বাস চাপায় নিহত হয় মজিদপুর এলাকার মাইক্রো ইনটিষ্টিউট অব টেকনোলজী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর পিযুজ চৌধুরী (২৩)। পরে আজ সকালে ঘাতক বাসের চালককে আটক করে বিচারের দাবিতে ওই কলেজের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কের ল্যাবজোন হাসপাতালের সামনে থেকে মহাসড়ক অবরোধ করে একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় বিক্ষোভ মিছিলে সাভার মডেল থানা পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া । এসময় পুলিশের লাঠি চার্জে ওই কলেজের অন্তত ১০ ছাত্র আহত হয়। আহতেদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় মিছিল করার অভিযোগে ওই কলেজের ছাত্রদেরকে অকর্থ ভাষায় গালিগালাজ করে সবাইকে জেল হাজতে ভরার হুমকি দেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান। এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।

যাত্রীবাহী বাস চাপায় ওই কলেজ ছাত্র নিহত হওয়ায় ইমান্দিপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ওই কলেজ ছাত্র সাভারের ইমান্দিপুর এলাকার গোবিন্দ কুমার চৌধুরী ছেলে।



মন্তব্য চালু নেই