সাভারে দোকানের রেলিংএ ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

টিপু সুলতান (রবিন) সাভার থেকে: সাভারে দোকানের রেলিংএ ঝুলন্ত অবস্থায় সুজন মিয়া(১৮) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে সাভারের রাজাশন এলাকার ঈদগাহ মাঠের পাশে একটি দোকানের রেলিং ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজনরা জানায় স্ত্রী ময়না বেগমকে নিয়ে রাজাশন এলাকার আব্দুল হালিমের বাড়িতে ভাড়া থাকতেন পোশাক শ্রমিক সুজন মিয়া। বেশকিছু দিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো বলে জানায় তার স্বজনরা। পারিবারিক কলহের জের ধরেই বুধবার গভীর রাতে সুজন মিয়াকে হত্যা করে স্থানীয় একটি দোকানের গ্রীলের সাথে ঝুলিয়ে রাখে দূর্বৃত্তরা। খবরপেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

হত্যাকান্ডের সাথে নিহতের স্ত্রী ময়না বেগম, বাড়ির মালিক আব্দুল হালিমসহ ময়নার স্বজনরা জড়িত বলে এসময় দাবী করেছে নিহতের স্বজনরা।

নিহত সুজন মিয়া কুড়িগ্রাম জেলার জলপরি থানার নারিকেল বাড়ি গ্রামের এছরাফ মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

এঘটনায় নিহতের স্ত্রী ময়না বেগম ও বাড়ির মালিক আব্দুল হালিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সকালে ঢাকা-আরিচা মহসড়কের সাভারের হেমায়েতপুরে জনসেবা পরিবহণের একটি বাসের চাপায় অজ্ঞাত এক অটোরিক্সা চালক নিহত হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।



মন্তব্য চালু নেই