সাভারে জমজমাট ‘বউ-শাশুড়ি’ মেলা

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রেউদ্বোধন হলো দু’দিনব্যাপী ‘বউ-শাশুড়ি ও বয়স্কমেলা-২০১৫’।

জনসচেতনতামূলক ব্যতিক্রমধর্মী এ মেলা শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. এনামুর রহমান।‍

সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য মেডিকেলের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মেলায় বিভিন্ন রকমের পিঠা পুলির দোকানসহ বিশটি স্টল বসেছে। এছাড়াওখেলাধুলা বউ-শ্বাশুড়ী, দাদী, নাতি ও বয়ষ্কদের অংশগ্রহণে বিশেষ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।savar_mela_bg_160411457

এই মেলায় এলাকার গর্ভবতী মা, বউ ও শাশুড়ি এবং বয়স্কদেরকে (ষাটোর্ধ্ব) বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।মেলা চলবে সকাল ১১টা থেকে রাত সাড়ে আটটা অব্দি।

মেলার আয়োজকরা জানান, সমাজের আসল দুর্বলতা থেকে বের হয়ে আসার এক অসাধারণ প্রয়াস ‘বউ-শাশুড়ি ও বয়স্কমেলা’। মেলায় বউ-শাশুড়ির সম্পর্ক ও স্বাস্থ্য বিষয়ক বিশেষ নাটক মঞ্চস্থ হবে। মেলা চলবে রোববার পর্যন্ত।



মন্তব্য চালু নেই