সাভারে উদ্ধার হওয়া বস্তু বোম নয়, বালু ভর্তি জর্দার কৌটা

টিপু সুলতান(রবিন), সাভার (ঢাকা): সাভারের বিরুলিয়ায় পড়ে থাকা ব্যাগ থেকে উদ্ধার হওয়া ককটেল সদৃশ্য বস্তু গুলো কোন হাতবোমা নয় এগুলো কেবলই বালু ভর্তি জর্দার কৌটা বলে নিশ্চিত করেছে পুলিশ।

রবিবার দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয়দের খবরে দুপুরে খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর ঘেষে পড়ে থাকা একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ্য ৭টি ও ১২টি জর্দার কৌটা উদ্ধার করে বিরুলিয়া পুলিশ ফাঁড়ি।

পরে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে বোম সদৃশ্য বস্তু গুলো উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে সে গুলো নিস্ক্রিয় করতে পানিতে ডুবিয়ে রাখে। পরে ঢাকা থেকে বোম বিশেষজ্ঞ দলকে ডেকে পাঠানো হয়।

পরে বোমা নিস্ক্রিয় টীম ককটেল সদৃশ্য বস্তু গুলো পরীক্ষা করে সেগুলোতে শুধু বালু ভর্তি পান।

তবে কেউ উদ্দেশ্যে প্রণোদিত ভাবে আতঙ্ক সৃষ্টি করতে এই ধরনের কাজ করেছে কি না সেই ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই