সাভারে অবৈধ গ্যাস সংযোগ:১২ ঘন্টার মধ্যেই অভিযানে নেমেছে কর্তৃপক্ষ

টিপু সুলতান(রবিন), সাভার প্রতিনিধি: সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে নেমেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস কর্তৃপক্ষ পৃথক দুটিস্থানে অভিযান চালিয়ে ২ হাজার আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জব্দ করে প্রায় দেড়’শ ফুট পাইপ লাইন।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার গোরাট এলাকার ইউসুফ মার্কেট সংলগ্ন সড়ক ও দোশাইদ এলাকায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের বিপনণ শাখার ম্যানেজার প্রকৌশলী সত্যজিৎ ঘোষ আওয়ার নিউজ কে জানান, পূর্ব নির্ধারিত অভিযানের অংশ হিসেবে তারা অভিযান চালিয়ে অবৈধ এসব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন। বিগত কয়েক মাস ধরেই এখানে প্রায় ২ হাজার আবাসিক বাসা-বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছিলো একটি অসাধু দালাল চক্র। এ সময় তিনি,অবৈধ এসব গ্যাস সংযোগকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য গত রাতে আশুলিয়ার দোসাইদ এলাকায় ত্রুটিপূর্ণ অবৈধ গ্যাস পাইপ লাইনের অগ্নিকান্ডের ঘটনায় ৩ জন অগ্নিদগ্ধ হয়। আজ সে স্থানে অভিযানে চালিয়ে ঘটনাস্থল হতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। এ সময় উক্তস্থান থেকে জব্দ করা হয়েছে দেড়’শ ফুট অবৈধ ত্রুটিযুক্ত গ্যাস সংযোগ পাইপ।

তবে এ ঘটনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই