সাভারের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেছে ইন্টার্নি চিকিৎসকরা

টিপু সুলতান (রবিন), সাভার(ঢাকা): ইন্টার্নি চিকিৎসকদের বেতন ভাতা নূন্যতম পনের হাজার টাকার করারর দাবিতে সাভারের স্থানীয় সাংসদের মালিকানাধীন এনাম মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালে কর্মবিরতি পালন করেছে ইন্টার্নি চিকিৎসকরা।

সোমবার সকালে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ শান্তিপূর্ণ কর্মবিরতি শুরু করে ইনটার্ন চিকিৎসকরা। কর্মবিরতির ফলে এসময় হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা ব্যহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা ভাতার দাবিতে সকাল থেকে এনাম মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের প্রায় এক’শ চব্বিশ জন ইন্টার্নি চিকিৎসক কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানিয়েছে তারা।

এবিষয়ে এনাম মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ এনামুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই