সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে পুলিশের লাঠি চার্জ আহত-৫

বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ায় গার্মেন্টসের সামনে শ্রমিকরা বিক্ষোভ করলে মিছিলে লাঠি চার্জ করে পুলিশ। এ ঘটনায় আহত হন অন্তত ৫জন শ্রমিক।

সোমবার সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার বার্ডস গার্মেন্টস সামনে এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

গত তিন ধরে নতুন বেতন কাঠামোর দাবিতে শ্রমিকরা কারখানার ভিতরে প্রবেশ করে কাজে যোগ না দিয়ে কারখানার ভিতরে বিক্ষোভ করে, পরে মালিকপক্ষ শ্রমিকদের নতুন বেতন কাঠামোর দাবি নাচক করে দিয়ে আগের নিময়ে কাজ করতে বলে। এসময় শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজ করবে বলে জানালে মালিকপক্ষ গত ২১ তারিখে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার মুল ফটকে নোটিশ টানিয়ে দেন।

সোমবার সকালে তিন হাজার শ্রমিক কারখানার সামনে এসে জড়ো হয়ে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করলে পুলিশ লাঠি চার্জ করে শ্রমিকদের সড়িয়ে দেয়।

এসময় পুলিশের লাঠি চার্জে অন্তত ৫ জন শ্রমিক আহত হয় পরে অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১এর পরিচালক মোস্তফিজার রহমান বলেন, শ্রমিকরা অবৈধ ভাবে কারখানার সামনে মিছিল করায় তাদেরকে ধাওয়া দিয়ে কারখানার সামনে থেকে সড়িয়ে দেওয়া হয়েছে লাঠি চার্জ করা হয়নি ।



মন্তব্য চালু নেই