সাবধান, ট্যাটুতে হতে পারে মরণব্যাধি ক্যান্সার!

বর্তমান সময়ের নারী-পুরুষের ট্যাটু বেশ জনপ্রিয়। তারা এটিকে আধুনিক ফ্যাশন বলে মনে করেন। হাতে, গোড়ালিতে, পিঠে, ঘাড়ে- যার যেখানে পছন্দ ট্যাটু আঁকান। কিন্তু এই ট্যাটু যে মৃত্যুর কারণ হতে পারে তা কি জানেন?

এর কারণ হল ট্যাটুর রঙ। এর ক্ষতিকারক রাসায়নিকের প্রভাবে আপনার ক্যান্সার হতে পারে।

ইউরোপিয়ান কেমিক্যাল এজেন্সির রিপোর্ট বলছে, ট্যাটুর কালিতে থাকে টক্সিক যার জন্য আপনার ত্বকে অ্যালার্জি-জ্বালা হতে পারে। আর সেই জ্বালা-চুলকানি বছরের পর বছর থাকতে পারে।

এখানেই শেষ নয়। ট্যাটু করার জন্য যে যে রঙগুলো বিশেষভাবে ব্যবহৃত হয়, তারমধ্যে সবচেয়ে মারাত্মক হল বিশেষ করে একটি রং। লাল। নীল, সবুজ, কালোর চেয়েও মারাত্মক হল ট্যাটুর লাল রং।

লাল রঙে এমন কিছু ক্ষতিকর রাসায়নিক থাকে, যার জন্য ইউরোপের দেশগুলোতে অবিলম্বে এই রঙ নিষিদ্ধ করার দাবি উঠেছে।



মন্তব্য চালু নেই