সাবধান! আপনার শরীরে উঁকি দিতে পারে নয়া মোবাইল অ্যাপ

আজকাল নিত্য নতুন মোবাইল অ্যাপে দুনিয়া ছেয়ে গিয়েছে৷ মানুষ তার পছ্ন্দ মত অ্যাপ্লিকেশন বাছাই করে নিচ্ছেন৷ বেশির ভাগ অ্যাপই মানুষের সুবিধার জন্য তৈরি৷ সেগুলি মানুষের কাজেও যেমন লাগে তেমনই সুরক্ষাও প্রদান করে৷ কিন্তু বর্তমানে এমনও অ্যাপ্লিকেশন বাজারে এসেছে সেগুলি আপনারে সমস্যায় ফেলতে পারে৷ এদের মধ্যেই একটি হল ন্যুড ইট বা ন্যুড স্ক্যানার৷ এই ধরণের মোবাইল অ্যাপ মানুষের পোষাকের ভিতর উঁকি দিতে পারে৷

আসলে এই অ্যাপ বডি স্ক্যানিংয়ের মত কাজ করে৷ এই অ্যাপ্লিকেশনটি মোবাইলের ক্যামেরার সঙ্গে কানেক্ট হয়ে যে কোনও মানুষের শরীর স্ক্যান করতে পারে৷ এতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে এটি শরীর স্ক্যান করার সঙ্গে সঙ্গে নগ্ন শরীরের ছবিও তুলে নিতে সক্ষম৷

বডি স্ক্যান করার এই অ্যাপটি অ্যান্ডয়েড বা আইওএসে কাজ করতে পারে৷ যদিও গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে এটি পাওয়া যাবে না৷ তবে বেশ কিছু ওয়াবসাইটে এটিকে এপিকে ফাইল হিসেবে পাওয়া গেলেও যেতে পারে৷

আসলে ন্যুড স্ক্যানার বাস্তবে কোনও মানুষের শরীরকে নগ্ন দেখাতে পারে না৷ তবে এটি মজা করার জন্য ব্যবহার করা যেতে পারে৷ এই অ্যাপ্লিকেশনে মানব শরীরের বিভিন্ন অংশের ছবি আগে থেকেই স্টোর করা থাকে৷ এই ছবি গুলি কোনও মানুষের ছবির সঙ্গে ব্যবহার করা যেতে পারে৷ এই অ্যাপসের মাধ্যমে তৈরি ছবি দেখে সাধারণ মানুষের মনে হতেই পারে অ্যাপ্লিকেশনটি সত্যিই শরীর স্ক্যান করতে সক্ষম৷ কিন্তু সত্যিটা আলাদাই৷ আসলে মুখশ্রী বাদ দিয়ে বাকী শরীরটাই কপি-পেস্ট করে তৈরি করা যায়৷ বেশ কিছু মানুষ ইতিমধ্যেই এই অ্যাপের সাহায্যে নিজের বন্ধুদের সঙ্গে মজা করেছেন৷

সূত্র: কলকাতা২৪



মন্তব্য চালু নেই