সাপ কামড়ালে কি করবেন? জেনে নিন তাৎক্ষণিক কিছু কাজ

সাপ কামড় দিলে আমাদের ভিত সন্ত্রস্ত না হয়ে যতজলদি সম্ভব প্রাথমিক চিকিৎসা নেয়া উচিত। জানেন কাউকে সাপে কামড় দিলে তার জন্য তৎক্ষণাৎ কি করা প্রয়োজন? কিছু কাজ করেই তাকে সারিয়ে তুলা যেতে পারে।

আসুন জেনে নেই সাপে কামড় দিলে কি করবেন –

যা করবেনঃ

১. এ্যাম্বুলেন্সকে খবর দিন সবার আগে এবং যত দ্রুত পারবেন ডাক্তারের কাছে যান।
২. আক্রান্ত ব্যক্তি কে বসিয়ে রাখুন কেননা নাড়াচাড়া করার কারণে সারা শরীরে বিষ ছড়িয়ে যেতে পারে।
৩. কামড় দেয়া ক্ষতস্থানটি পরিস্কার করুন। এক্ষেত্রে পানির ব্যবহার করবেন না।
৪. আক্রান্তস্থান একটি পরিস্কার ও ভেজা কাপড় দিয়ে ড্রেসিং করে নিন।
৫. সাপ যেখানে কামড় দিয়েছে সেখান থেকে একটু উপরে শক্ত করে কাপড় বেধে নিতে হবে। যাতে রক্ত চলাচলের সাথে বিষ শরীরে ছড়িয়ে না পড়ে।

যা করবেন নাঃ

১. আক্রান্ত স্থানে বরফের ব্যবহার
২. আক্রান্ত স্থান কাটা বা সেখান থেকে বিষ বের করার চেষ্টা
৩. ঠাণ্ডা কোন কিছু ব্যবহার করা
৪. ডাক্তার ব্যতীত অন্য কারো পরামর্শ প্রয়োগ
৫. পানি জাতীয় কোন কিছু পান করা, কারণ এতে দ্রুত শরীরে বিষ ছড়িয়ে পড়তে পারে



মন্তব্য চালু নেই