সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কারিতাসের র‌্যালী ও আলোচনা সভা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে আমরা করব জয়” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কারিতাস রাজশাহী অঞ্চলের খরা ও বন্যা সহনশীল সমাজ গঠন প্রকল্পের উদ্যোগে উপজেলার ভিওইল স্কুল এন্ড কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে অত্র স্কুল এন্ড কলেজ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা মি: আরোপ টপ্য।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আল-আমিন সরকার, প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার আবুল বাশার প্রমুখ।

এ সময় আলোচনা সভায় স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শেষে একই প্রকল্পের উদ্যোগে শিরন্টি ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।



মন্তব্য চালু নেই