সাপকে বিয়ে করার খবর ভুয়া

সাপকে বিয়ে করার একটি খবর সারা বিশ্বে ফলাও করে প্রচার হয়েছে। তবে যাকে নিয়ে এই খবর তিনিই বলেছেন, এটি ভুয়া খবর।

সম্প্রতি ভাইরাল হওয়া ওই খবরে বলা হয়, মালয়েশিয়ায় একজন দমকল কর্মী তার পোষা একটি সাপকে বিয়ে করেছেন।

এতে আরও বলা হয়, ওই মালয়েশীয় বিশ্বাস করেন, ওই সাপটি আসলে তার এক বান্ধবী যিনি তার মৃত্যুর পর সাপের রূপ নিয়ে পুনর্জন্ম নিয়েছেন।

আবু জারিন হাসিন নামের ওই দমকল কর্মী বলছেন, এটি একটি ভুয়া খবর। এই খবরে তিনি দারুণ কষ্ট পেয়েছেন।

তিনি মালয়েশিয়ার পাহাঙ রাজ্যে অন্যান্য দমকল কর্মীদেরকে কিভাবে সাপ ধরতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন।

হাসিন বলেছেন, এরকম একটি ভুয়া খবরে তিনি খুবই হতাশ হয়েছেন। তার ফেসবুক পাতা থেকে ছবি নিয়ে সেগুলোকে প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমি সবসময় সাপ নিয়েই কাজ করি। অন্য দমকল কর্মীদেরকেও আমি প্রশিক্ষণ দিচ্ছি- কীভাবে সাপ উদ্ধার করতে হয়, ধরতে হয় এবং সাপকে কিভাবে রাখতে হয়।’

হাসিন বলেন, তিনি একজন বিবাহিত পুরুষ। অবশ্য এসব খবরে তার স্ত্রীর সঙ্গে কোনো সমস্যা হয়নি। কারণ, তার স্ত্রী ভালো করেই জানেন এসব ভুয়া খবর।

হাসিনকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছিল, ‘তিনি এখন ১০ ফুট লম্বা এই কোবরা সাপটির সঙ্গে জীবন কাটাচ্ছেন। তিনি বিশ্বাস করেন যে এটি তার মৃত প্রেমিকা। কারণ বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, মানুষের মৃত্যুর পর প্রাণীর রূপ ধরে পৃথিবীতে তার পুনর্জন্ম হতে পারে।’

হাসিন বিবিসিকে বলেন, তার বয়স ৩১। তিনি একজন মুসলিম। বর্তমানে তার কাছে চারটি সাপ আছে। তাদেরকে তিনি সবসময় তার সঙ্গেই রাখেন।

তিনি বলেন, সাপের আচরণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার জন্যই তিনি এগুলোকে সঙ্গে রাখেন।



মন্তব্য চালু নেই