সাপকে কামড়ে প্রাণ গেল সাপুড়ের

সাপুড়ে হিসেবে বিশাল নামডাক তার। এর আগে অনেক বিষধর বড় বড় সাপ ধরেছেন। আর তাকেই কিনা ছোবল মারতে চাইল কেউটে সাপ।

অপমান সহ্য করতে পারলেন না ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলার কাকাইয়াপাড়া গ্রামের সাপুড়ে নানাহু। প্রতিশোধ নিতে সাপকেই কামড়ে দিলেন তিনি।

জানা যায়, কাকাইয়াপাড়া গ্রামের এক গৃহস্থ গতকাল রোববার হঠাৎ দেখতে পান তার বেডরুমের নিচে সাপ এসে বসে আছে। সঙ্গে সঙ্গে ডাক পড়ে সাপুড়ে নানাহুর। খাটের তলা থেকে লেজ হিড়হিড় করে আস্ত সেই কেউটেটাকে টেনে বের করে আনেন নানাহু। রাগের মাথায় কেউটেটা ছোবল মেরে নানাহুর নাগপাশ থেকে বেরোতে চাইল।

কেউটের কামড়ে নানাহুর মাথায় খুন চেপে বসল। কেউটের কামড়ের জবাবে পাল্টা কামড় দিতে শুরু করলেন ৫০ বছরের সাপুড়ে নানাহু। এরপর কেউটেটাকে কামড়ে কামড়ে খেতে শুরু করলেন।

কিন্তু মিনিট পাঁচেক পরেই নানাহুর বমি শুরু হলো, মাথা ঘুরে পড়ে জ্ঞান হারালেন তিনি। জ্ঞান আর ফেরেনি তার, চিরনিদ্রায় চলে গেলেন নানাহু।

১৯৯০ সালে একবার সাপের বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন নানাহু। কিন্তু সে যাত্রায় দৈবাৎ বেঁচে যান তিনি। তখন থেকেই তার বিশ্বাস জন্মায়, সাপের বিষে তিনি কখনো মরবেন না। সেই মিথ্যা বিশ্বাসই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল।

সূত্র : জি নিউজ



মন্তব্য চালু নেই