সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে উচ্ছেদ অভিযান

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভূ-সম্পদ বিভাগ। রোববার সকাল ১০ টা থেকে এই অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে রেলওয়ে ভূসম্পদ বিভাগ, জিআরপি থানা পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ সান্তাহার রেলওয়ে বিভিন্ন প্রকৌশলী বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা মোন্তাক আহম্মেদ। এসময় সান্তাহার রেলগেট এলাকা থেকে প্রায় দুই শতাধিক স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়াও সান্তাহার স্টেশন সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। সান্তাহার জংশন স্টেশনের স্টেশন মাষ্টার রেজাউল করিম ডালিম বলেন, স্টেশন পাশ্ববর্তী এলাকায় একের পর এক অবৈধ দোকান গড়ে ওঠায় একদিকে ট্রেন চলাচলে বিঘœ ঘটে। অন্যদিকে এ সকল এলাকায় নানা ধরনের মাদক কেনা-বেচাসহ অসামাজিক কার্যকলাপ ঘটে। রেলওয়ের পাকশী বিভাগিয় ভূ-সম্পদ কর্মকর্তা মোস্তাক আহম্মেদ রেলওয়ের ঝুঁকিপূর্ণ যায়গা থেকে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে এলাকার সকলের সহযোগীতা কামনা করেন। তিনি জানান,এ সকল অবৈধ স্থাপনা যেন পুনরায় না তৈরি করা হয় সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই