‘সাধারণ মানুষকে হয়রানি করাই বিএনপি-জামায়াতের কাজ’

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সাধারণ মানুষকে হয়রানি করাই বিএনপি-জামায়াতের কাজ।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী স্বাধীন লীগ আয়োজিত ‘অযোক্তিক হরতাল ও অবরোধের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার দাবিতে’ এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি পশুর মতো আচরণ করছে উল্লেখ করে কামরুল বলেন, মানুষের সঙ্গে মানুষের আলোচনা হতে পারে। কিন্তু কোনো পশুর সঙ্গে মানুষের আলোচনা হতে পারে না।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করছে, বাসের ড্রাইভার-হেলপারকে পুড়িয়ে মারছে।এরা মানুষ হতে পারে না। এরা পশুর সামিল। তাই কোনো পশুর সঙ্গে কোনো মতেই সংলাপ হতে পারে না।’

পেট্রোল বোমা হামলায় এ পর্যন্ত ৮০ জন মানুষ মারা গেছে। বিএনপি কোনো শোক প্রকাশও করেনি। খালেদা জিয়া যে আগুনে মানুষ মারছে, সেই আগুনে তাকে পুড়ে মরতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হয়ে রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, আওয়ামী লীগের উপ কমিটির সহসম্পাদক হাসিবুল ইসলাম মানিক, এম এ করিম প্রমুখ।



মন্তব্য চালু নেই