সাধারণ টিস্যু পেপার দিয়েই বানিয়ে ফেলুন আকর্ষণীয় ফুল !

আমাদের প্রায় সবার বাসাতেই থাকে টিস্যু পেপার। টিস্যু পেপারের ব্যবহার ঘাম বা মুখ মোছা থেকে হালকা কিছু পরিষ্কার করার কাজেই মূলত সীমাবদ্ধ। তবে জানেন কি এই টিস্যু ব্যবহার করেই আপনি বানিয়ে ফেলতে পারেন সুন্দর ফুল। সাজিয়ে রাখতে পারেন আপনার ড্রয়িং রুম বা শোকেসে। আসুন তবে দেখে নিন কিভাবে বানাবেন টিস্যুর ফুল।

টিস্যুর ফুল তৈরি করতে যা যা লাগবেঃ

• টিস্যু পেপার ২০-৩০ পিস (গোলাপী এবং সাদা উভয় ই রঙের)।
• কালার সাইন পেন – ২/৩ রঙের।
• মোটা তার – ৬০ সেন্টিমিটার।
• সুবজ রঙ।
• ছোট্ট সেফটি ক্লিপ – ১ টি।
• আঠা।
• কেঁচি।

যেভাবে বানাবেনঃ

কাজগুলোকে ধাপে ধাপে করুন।

প্রথম ধাপঃ

– আঠার সাথে গাঢ় সবুজ রঙ মিশিয়ে কিছু টিস্যুর টুকরো ভিজিয়ে রাখুন।

দ্বিতীয় ধাপঃ

– দুইটি করে টিস্যু নিয়ে চার ভাজ করুন।

– একটি সেফটি ক্লিপ দিয়ে টিস্যুগুলোকে আঁটকে নিন যেন কাটার পর উড়ে না যায়।

– এবার একটি চুড়ি দিয়ে টিস্যুর উপর কলম দিয়ে হালকা গোল দাগ দিন।

– কেঁচি দিয়ে গোল করে কাগজ কেটে নিন।

– কাটার পর ছবিতে দেখানো নিয়মে টিস্যুর চারপাশে কালার মার্কার পেপার দিয়ে রঙ করে ফেলুন।

– ১০ ইঞ্চি করে তার কেটে নিন।

– তারের একপ্রান্ত একটু বাঁকিয়ে অপরপ্রান্ত টিস্যুগুলোর মাঝ বরাবর ঢুকিয়ে দিন।

– এবার হাত দিয়ে টিস্যুগুলোকে একটু মুচড়ে পাপড়ির মত ডিজাইন করে ফেলুন। (বেশী জোরে মোচড়াবেন না)
ব্যাস, ফুলের কাজ হয়ে গেল।

তৃতীয় ধাপঃ

– সুবজ রঙ এর আঠায় ভেজানো টিস্যু গুলোর মন্ড তৈরি করে নিন।

– আবার ফুলের নীচে বের হয়ে থাকা তারে ধীরে ধীরে সে মন্ড লাগিয়ে ফেলুন।

– ভালো করে শুকানোর অপেক্ষায় থাকুন।

এবার ছোট্ট ফুলদানী বা গ্লাসে সুন্দর করে সাজিয়ে রাখুন টিস্যু পেপার দিয়ে তৈরি ফুল। ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলুন নিজের হাতে বানানো ফুল দিয়ে।

রেফারেন্সঃ pandahall.com



মন্তব্য চালু নেই