সাতুরিয়ায় শের-ই-বাংলার ৫৩তম মৃত্যু বার্ষিকী পালন

অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে তাঁর জন্মস্থান ঝালকাঠি সাতুরিয়া গ্রামে।

শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউট’র উদ্যোগে গতকাল বিকেল ৩ টায় সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজ মাঠে এ উপলক্ষে মিলাদ, পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহাস্রাধিক লোক এই কর্মসূচীতে অংশ নেন।

পুরস্কার বিতরনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক আলহাজ্জ সরদার মো: শাহ আলম। প্রধান বক্তা (টেলি কনফারেন্স) ছিলেন শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউট’র প্রতিষ্ঠিতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিরুজ্জামান ও রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। সভাপতিত্ব করেন শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউট’র সভাপতি কে এম আবদুল করিম।



মন্তব্য চালু নেই