সাতক্ষীরায় মহান মে দিবস পালিত

“শ্রমিক মালিক বিভেদ ভুলি, সোনার বাংলা গড়ে তুলি’’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হলো মহান মে দিবস। সাতীরা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৮টায় কালেক্টর চত্বর থেকে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদণি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান। সকাল ১০টায় জেলা শ্রমিকলীগের আয়োজনে সাতীরা পাওয়ার হাউজ চত্বর থেকে জেলার সকল শ্রমিক সংগঠনের অংশগ্রহনে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি করে। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু। দুপুর ১২টায় সাতীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মটর শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও মৃত শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এছাড়া বিকেল ৪টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভা ও বিটিভি’র শিল্পিদের সমন্বয়ে জারিগান অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই