সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ২৭ লক্ষ টাকার মালামাল উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় থান কাপড় ও থ্রি-পিসসহ প্রায় ২৭ লক্ষ ৬৯ হাজার ২শ টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লোহাকুড়া পাকা রাস্তা ও বালিয়াডাঙ্গা বাজার এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।

দুপুর আড়াইটার দিকে বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানান, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের লোহাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৭৯৮ মিটার থান কাপড় ও ৩৩০টি থ্রি-পিস উদ্ধার করে। এছাড়া কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্তের বালিয়াডাঙ্গা বাজার এলাকা থেকে ভারতীয় শাড়ি, গুড়া দুধ, পলিথিন ও মটরপার্টস উদ্ধার করেছে। তবে, এসময় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই