সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা

‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির ১৪টি ইউনিয়নের নেতাকর্মীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবারজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি সরদার আব্দুল মুজিদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও পৌর মেয়র প্রার্থী শেখ আজহার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ আজহার হোসেন বলেন, পৌর ও ইউপি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের সমর্থন ও ঐক্যবদ্ধভাবে প্রার্থীদের জন্য কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আশরাফুজ্জামান আশু, সহ সভাপতি শেখ নুরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটি সদস্য শেখ মাতলুব হোসেন লিয়ন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক খালেদুর রহমান, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মঈনুর রশীদ, দপ্তর সম্পাদক কাজী আবু তাহের, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান টুকু, ক্রীড়া সম্পাদক বদরুজ্জামান বদু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা যুব সংহতির সভাপতি শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, সহ সভাপতি সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কবিরুল ইসলাম ডাবলু, জেলা ছাত্র সমাজের আহবায়ক আবুল কালাম সুজন, জেলা তরুণ পার্টির সভাপতি কমল বিশ্বাস, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন, শেখ শরিফুজ্জামান বিপুল, আনোয়ার হোসেন আনু, আকরাম হোসেন বাপ্পী, রাজিবুল্লাহ রাজিব প্রমুখ।



মন্তব্য চালু নেই