রাষ্ট্রদ্রোহী মামলা

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাসাসের সভাপতি জেল হাজতে

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও জেলা জাসাসের সভাপতি অ্যাড. সৈয়দ এখলেসার আলী বাচ্চু’র জামিন আবেদন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন সাতক্ষীরা মূখ্য বিচারিক হাকিম মো. শহিদুল ইসলাম। সোমবার সকালে পুলিশের দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত শুনানী শেষে তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরন করেন। এর আগে তারা হাইকোট থেকে নির্ধারিত মেয়াদের জামিনে ছিল। জামিনের মেয়াদ শেষ হলে তারা সোমবার সকালে আদালতে আতœসমর্পন করেন।
মামলার বিবরনে প্রকাশ, গত বছরের ২৭ নভেম্বর সাতক্ষীরায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জামায়াতের সেক্রেটারিসহ ১৭ জন বিএনপি-জামায়াত নেতার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা রেকর্ড করার জন্য জেলা পুলিশের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রপতির অনুমতি প্রাপ্তি সাপেক্ষে গত ৪ ফেব্রুয়ারি মামলাটি সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক এ মামলা রেকর্ড করেন। মামলা নং ১৪।



মন্তব্য চালু নেই