ঘূর্ণিঝড় কোমেন: চার হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত

সাতক্ষীরা উপকুলীয় লোকজনদের সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়ার নির্দেশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় ও ঘুর্নিঝড় কোমেনের প্রাদুর্ভাবের আশঙ্কায় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার উপকুলীয় এলাকায় সতর্কতামুলক ব্যবস্থা নেয়া হয়েছে।
এসব এলাকায় মাইকিং করে জনসাধারনকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি লোকজনদের স্ইাক্লোন সেন্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।

সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লস্কার তাজুল ইসলাম বলেন, জেলার ৭৪টি ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। সেগুলি প্রস্তুত করা হয়েছে। মৎস্যজীবিদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। আপদকালিন সময়ের জন্য ২৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

তাছাড়া আশাশুনিতে দেড় হাজার ও শ্যামনগরে আড়াই হাজার সিপিবি স্বেচ্ছাসেবি প্রস্তুত রাখা হয়েছে। সবমিলিয়ে জেলা ও উপজেলা প্রশাসন দুর্যোগ মোকাবেলায় সম্পুর্ন প্রস্তুতি নিয়েছে।

এবিষয়ে, পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সকাল থেকে আবহাওয়া ভাল থাকলেও দুপুর থেকে হাল্কা ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণ শুরু হয়েছে।



মন্তব্য চালু নেই