সাতক্ষীরায় ৫ লাখ ৬৭ হাজার টাকার ভারতীয় থান কাপড় আটক

সাতক্ষীরায় বিজিবি অভিযান চালিয়ে ৫ লাখ ৬৭ হাজার টাকার ভারতীয় থান কাপড় আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে কলারোয়া উপজেলার কেড়াকাছি সীমান্ত থেকে এ কাপড় আটক করা হয়। কলারোয়ায় তৈলুইগাছা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার নাছির আল গুলজার জানান, বেলা ১২ টার দিকে ৪/৫ জনের এক দল চোরাকারবারী ভারত সীমান্তের সোনাই নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তে পৌছাতেই টহলরত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় তারা ৩ টি কাপড়ের গাইড ফেলে পালিয়ে যায়। পরে ওই কাপড়ের গাইড থেকে বিজিবি সদস্যরা ২২’শ ৫২ মিটার সাট ও প্যান্টের ভারতীয় থান কাপড় উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ ৬৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় কলারোয়া থানায় বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।



মন্তব্য চালু নেই