সাতক্ষীরায় হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ

‘সকল যুদ্ধপরাধীদের ফাঁসি চাই’ একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসিতে মৃত্যুদন্ড কার্যকর হওয়ায় আনন্দ মিছিল ও জামাতের ডাকা হরতালের প্রতিবাদে হরতাল বিধোরী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও হরতাল বিরোধী মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ আমিনুর রহমান বাবু, আশিকুর রহমান, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম নয়ন, ক্রীড়া সম্পাদক রমজান আলী রাতু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব লিমু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, শহর ছাত্রলীগের সভাপতি মাহমুদ ইসলাম নয়ন, সরকারি কলেজ জিয়া হলের সভাপতি ইকবাল হোসেন, সাতক্ষীরা পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী আশরাফ আলী, লাবসা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিজভী, আজিজ, রাইহান, শরীফ প্রমুখ।



মন্তব্য চালু নেই