সাতক্ষীরায় শিক্ষকদের মানববন্ধন,স্মারকলিপি প্রদান

নতুন জাতীয় বেতন স্কেলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্তভূক্তির দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মরকলিপি প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট
সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক ও জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান জেলা বাকশিসের সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, অধ্যক্ষ আজিজুর রহমান, অধ্যক্ষ আবু সাইদ, অধ্যক্ষ খলিলুর রহমান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন,অধ্যাপক পবিত্র মোহন দাশ, প্রধান শিক্ষক রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, লুৎফর রহমান, আব্দুল কাদের প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষকদের একটি মিছিল জেলা প্রশাসকের বাংলোয় গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। শিক্ষক নেতারা অতিরিক্ত জেলা প্রশাসক এ এস এম এহতেশামুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, আগামী সোমবার মন্ত্রিসভায় নতুন জাতীয় পে স্কেল অনুমোদন হবে। প্রস্তাবিত পে স্কেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৬ মাস পরে অন্তর্ভুক্তির সুপারিশের কথাও উঠে এসেছে। এতে হতাশ হয়েছে সারাদেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। এর আগে ১৯৯১, ১৯৯৭, ২০০৫ ও ২০০৯ সালের নতুন জাতীয় পে স্কেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়েছিল দাবী করে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষক-কর্মচারীরা।



মন্তব্য চালু নেই