সাতক্ষীরায় শহীদ জননী জাহানারা ইমামের জন্মবার্ষিকীতে আলোচনা

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা ও শহীদ জননী জাহানারা ইমামের ৮৫তম জন্মবার্ষিকী উপলে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতীরা প্রেসকাব মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতীরা জেলা শাখা এ সভার আয়োজন করে। সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মুক্তিযোদ্ধা ইনামুল হক। আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম, অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, প্রভাষক ইদ্রিস আলী, শিক্ষক নিত্যানন্দ সরকার, মশিউর রহমান পলাশ, শ্রমিক নেতা শেখ হারুন-ইর-রশিদ, কবি সালেহা আক্তার, দেবাশীষ মন্ডল, দীপন বিশ্বাস, বিশ্বরুপ চন্দ্র ঘোষ প্রমুখ। সভায় বক্তারা নিজেদের শহীদ জননী জাহানারা ইমামের সন্তান আখ্যায়িত করে বলেন, শহীদ জননী জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে যে আন্দোলন শুরু করেছিলেন তা শেষ করার দায়িত্ব আমাদের। এজন্য সকল বাধা-বিপত্তি পেরিয়ে যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিতকরণে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামাতে হবে।



মন্তব্য চালু নেই