সাতক্ষীরায় শর্টগানের চারটি কার্তুজসহ আটক ৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা বাজার থেকে শর্টগানের চারটি কার্তুজসহ ৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত ১টা ৩০মিনিটে নলতা বাজারের কে.জি কলেজিয়েট স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়। কালিগঞ্জ থানার এসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ কালিগঞ্জ থানা এলাকায় অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে তাদের আটক করে। এসআই শহিদুল্লাহ বলেন, তার সঙ্গীয় ফোর্সসহ বেলা ১৩.৩০ ঘটিকায় কে জি কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছে তারালী হতে মটর সাইকেল যোগে নলতার দিকে আসা আসামী (১) আমিরুল ইসলাম (২) সাদেক আলী গাজী (৩) হাবিবুল্লাহ গাজী (৪) নুরুজ্জামান গাজী (৫) শামিম গাজীদের চ্যালেঞ্জ করে তল্লাশি করে আসামীদের ব্যবহৃত মটর সাইকেলের সিটের নিচ হতে ০৪ (চার) টি শর্ট গানের কার্তুজ পেয়ে উপস্থিত স্বাক্ষীদের মোকাবেলায় জব্দ করা হয়। প্রতিটি কার্তুজে 12 STERLING ITALY STERLING by Turac 12 cal 36 gr 3.75mm লেখা আছে। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা রজ্জু হয়েছে। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কালিগঞ্জ থানায় আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য চালু নেই