সাতক্ষীরায় মাসিক আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় মাসিক আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, ৩৮ বিজিবি’র অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি, পৌর মেয়র আলহাজ্ব এম.এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিকুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) আবু আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশু, জেলা জজকোর্টের পিপি এড. ওসমান গণি, জেল সুপার আবু সালেহ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী প্রমুখ।

সভায় বক্তারা এ জেলায় অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা এড়াতে ইঞ্জিন চালিত ব্রেক বিহীন ভ্যান ও রিক্সা চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন এবং এ জেলার মৌসুমি ফলে ফরমালিন ব্যবহারের ব্যপারে মোবাইল কোর্ট পরিচালনার সিন্ধান্ত নেন।

সভায় উল্লেখকৃত তথ্যনুযায়ী গত এপ্রিল ২০১৫ মাসে এ জেলায় মোট ১৫৮টি মামলা দায়ের করা হয়েছে। যা বিগত মার্চ ২০১৫ মাসে ছিল ১৬২। সভায় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই