সাতক্ষীরায় ভেঙ্গে যাওয়া স্লুইজ গেট পরিদর্শন স্থানীয় এমপির

সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ভেঙ্গে যাওয়া স্লুইজ গেটটি পরিদর্শন করলেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার দুপুরে সাতক্ষীরা সদরের ৯নং ঘোনা ইউনিয়নের লাবন্যবতী নদীর সম্মুখে ভেঙ্গে যাওয়া ভাড়–খালী স্লুইজ গেটটি তিনি পরিদর্শন করেন। এসময় উপস্থিত উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান, ৯নং ঘোনা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোশাররফ হোসেন, ইউপি সদস্য আইয়ুব আলী প্রমুখ। স্লুইজ গেটটি পরিদর্শন কালে সদর ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি অন্তোষ প্রকাশ করেন এবং মর্মাহত হন। এসময় তিনি তাৎক্ষনিক ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নিদের্শ প্রদান করেন এবং অতি দ্রুত স্লুইজ গেটটি পূর্ণসংস্কার করার আশ্বাস প্রদান করেন। এলাকাবাসী জানান, গত ৫দিন আগে স্লুইজ গেটটি ভেঙ্গে যায়। এটি যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে কুশখালী, বৈকারী, ঘোনাসহ এলাকার ফসলী জমি ও চিংড়ী ঘেরের ব্যাপক ক্ষয়-ক্ষতি হতে পারে। এব্যাপারে তিনটি ইউনিয়নের কৃষক, মৎস্য ব্যবসায়ী ও সাধারন মানুষ চরম আতংকে ভুগছে।



মন্তব্য চালু নেই